বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
মিছিলে গিয়ে নিখোঁজ শাহীন এক মাসেও বাড়ি ফেরেনি, মর্গে থাকা লাশের দাবি পরিবারের পাবনায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে পাবনায় শহীদি মার্চ কর্মসূচি পালন টাংগাইলের মধুপুরে “শহীদি মার্চ পালন” কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লুট হওয়া একটি গ্যাসগান উদ্ধার নওগাঁর মান্দায় লীজকৃত পুকুরের দখল পাচ্ছেন না যুবদলনেতা আব্দুল জলিল জুড়ীতে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসনের মতবিনিময় সভা ইবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন রাজশাহীতে শেখ হাসিনা-কাদেরসহ ৪৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে অপশক্তিকে রুখে দিতে হবে: বানিজ্যমন্ত্রী

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, কোন জাতিকে ধ্বংস করতে চাইলে অবশ্যই তার ভাষা ও সংস্কৃতির উপর আঘাত হানতে হবে, সেই চেষ্টাই করেছিলো পাকিস্তান। এক সময় রবীন্দ্রসংগীত বন্ধ করে দিয়েছিলো পাকিস্থান সরকার। এ দেশে এখনও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রয়েছে, তারা যে কোন সময় আঘাত হানতে পারে। তাই আমাদের সাহিত্য সংস্কৃতি চর্চারমাধ্যমে এগিয়ে যেতে হবে দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে।
মঙ্গলবার রংপুরের ২ দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের ভার্চুয়ালী উদ্বোধনী সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিপু মুনশি আরও বলেন, রংপুর ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ প্রাচীনতম জেলা এ অঞ্চলের ভাওয়াইয়া ও সাহিত্য অনেক সমৃদ্ধ এই আয়েজন অত্যন্ত সময়উপযোগি আয়োজন। এই আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পর্যায়ে রংপুরের কবি-সাহিত্যিকরা তাদের সাহিত্য কর্ম জনসম্মুখে তুলে ধরার সুযোগ পাবেন যা আগামী প্রজন্মকে সাহিত্য সংস্কৃতিতে আকৃষ্ট করবে এবং এ জাতীকে এগিয়ে নিতে সহায়তা করবে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি এসবি আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার ফেরদৌস হাসান চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল ইসলাম । এ সময় রংপুর জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাড়া ও কবি সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিক কর্মী এবং স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে প্রদর্শনী হয় হাসিনা এ ডটারস টেল। বিকেলে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, সিনেমা প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন উপজেলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ বুধবার দ্বিতীয় দিনে রংপুর জেলার সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি অতীত, বর্তমান ও ভবিষৎ এবং সাহিত্যেও সাথে আমাদের সমাজ অতীত, বর্তমান ও ভবিষৎ নিয়ে সাহিত্য বিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com