বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ২৭ মার্চ, ২০২২ ইং তারিখ ০৬.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন নলকা ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর যানবাহন চেকপোষ্ট পরিচালনাকালে কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) জব্দকৃত মাইক্রোবাসের ভিতর হইতে শুকনো গাঁজা ১৬ কেজি (যার অনুমানিক মূল্য- ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা), (খ) মাইক্রোবাস- ০১ টি, (গ) ক্যারিং ব্যাগ- ০২ টি, (ঘ) মোবাইল – ০২ টি (ঙ) সিমকার্ড- ০৩ টি, (চ) মোমেরী কার্ড- ০২ টিসহ আসামী ১। মোঃ লিটন মিয়া (২৮), পিতা-মোঃ শাহ আলম, সাং-কোল্লা পাথর, থানা-কসবা, জেলা- ব্রম্মণবাড়ীয়া, ২। খাজা মাইনুদ্দিন চীশতি (২০), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-আসাবাড়ী, থানা- ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা, ৩। মোঃ সোহেল খান (৩১) (ড্রাইভার), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং- শামিমাবাদ, থানা- কোতয়ালী, জেলা-সিলেটদেরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসে পরিবহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় সিরাজগঞ্জ জেলার সালংগা থানায় মামলা রুজু করা হয়েছে।