সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সুজানগরের সাতবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফানুস ও আতশবাজির প্রর্দশন
এম মনিরুজ্জামান,পাবনা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা,কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফানুস ওড়ানো ও আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি সাতবাড়িয়ার আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব,বেড়া উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শ্রী অনিল কুমার সাহা, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন,বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু। এসময় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সামসুল আলম, মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম তরুণ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা এবং সকল গ্লানী দূরকরে সমাজে শান্তির প্রতিষ্ঠার লক্ষে ফানুস উড়ানো ও বিভিন্ন রঙের আতশবাজি প্রদর্শনী হয়। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পথিক নবী সহ বিভিন্ন শিল্পী গান পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু।