মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামে পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে আব্দুল্লাহ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের নাজমুল ইসলামের ছেলে। পারিবারিকভাবে জানা গেছে, ধান কাটামাড়াইয়ের কাজে পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় আব্দুল্লাহ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে। বাড়িতে তাকে না পাওয়ায় অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তার মরাদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।