শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আহসান হাবীব, নোয়াখালি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন। এসময় শপথ গ্রহণ করেন ২ নম্বর চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়নের আবদুল মান্নান ভূইয়া, ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের আবুল বাশার ডিপটি। এছাড়া ৬ নম্বর চর আমান উল্যা ইউনিয়নের বেলায়েত হোসেন, ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের আবুল বাশার মঞ্জু ও ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী শপথ গ্রহণ করেন। গত ২০ সেপ্টেম্বর সুবর্ণচর উপজেলার এই ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।