ফজলুল করিম সবুজ নওগাঁ :
নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে মান্দা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সালেক এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমা ইসলাম, মহিলা দলের সভাপতি নার্গিস আরা , সাধারণ সম্পাদক মমতা হেনা ফেন্সি, মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এজাজ আহমেদ পায়েল, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, তারেক জিয়া ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।