শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোস্তাফিজার রহমান, দিনাজপুর:
দিনাজপুরে ছেলের মটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় নিহত হয়েছেন মা। আজ (১ জুন) বৃধবার বিকাল ৩ টায় এঘটনাটি ঘটে,দিনাজপুর শহরের বালুবাড়ি খোকন মৌলভীর মোড় নামক হাইওয়ে রাস্তায় সড়কে অপর ছেলে হারানো মা কে,মায়ের সাথে থাকা ছেলে দুলহাজ বলে যে তার মা জাহেদা বেগম (৪০)সহ বিরগঞ্জ ঘোড়া বান্দা কাজি পাড়া থেকে বের হয়ে মটর সাইকেল যোগে তার অসুস্থ খালাকে দেখতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। হাসপাতাল যাবার পথে দিনাজপুর শহরের বালুবাড়ী খোকন মৌলভীর মোড় নামক হাইওয়ে সড়কে স্প্রীড ব্রেকারে হঠাৎ ব্রেক করলে আমার মা মটর সাইকেল থেকে পরে যায়,এবং বীপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মায়ের মৃত্যু হয়। তবে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর কোতয়ালী থানার এসআই সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেন।তবে তিনি বলেন পরিবারের পক্ষ থেকে জানায় কারো প্রতি কোন অভিযোগ নেই।তবে দুঃখের বিষয় যে খালাকে তারা মেডিক্যালে দেখতে আসছিল তিনি গত দুদিন আগেই রিলিজ নিয়ে সেতাবগঞ্জে চলে যায়।তবে নিয়তি যার যেখানে মৃত্যু লেখা থাকে তা কেউ খন্ডাতে পারে না এমনটি জানায় প্রত্যক্ষদর্শি সহ তার পরিবার।