বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ফজলুল করিম সবুজ, নওগাঁ:
নওগাঁর মান্দায় ফজলুল হক ও এনামুল হক দুই প্রতারক কে বুধবার০১/০৬/২০২২ ইং বেলা ১২টায় সময় সতিহাট বাজার থেকে ধরিয়ে দেন ভোক্তভোগী মুক্তা খাতুন ও তার দুলাভাই শাফিউল ইসলাম।
থানা সুত্রে জানা যায়,প্রতারক ফজলুল হক, সাতবাড়িয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে অপর জন এনামুল হক, মৈনম দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তারা দীর্ঘ দিন থেকে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। স্বামী পরিত্যাক্তা মুক্তা খাতুন নিজেকে স্বাভলম্বী করতে চাকরি কথা বলেন তার প্রতিবেশী প্রতকরকের ভাইরা খোরশেদ আলম বিশ্বাস করে তার সমস্ত সম্পদ বিক্রি করে টাকা সংগ্রহ করেন প্রতারকের কথায় ১৮লক্ষ টাকা। অগ্রিম টাকা দেওয়ার কথা না থাকলেও এডমিডকার্ড আসায় ৩ লক্ষ টাকার জন্য চাপ দিলে সন্দেহ হলে থানার কাছে আশ্রয় নিলে মান্দা থানা পুলিশের সহযোগীতায় তাদের টাকা লেনদেনের সময় হাতেনাতে গ্রেপ্তার করেন। মান্দা থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ্ব শাহিনুর রহমান জানান,প্রথমিক জিঙ্গাসাবাদে প্রতারনার দায় স্বীকার করাই তাদের বিরুদ্ধে প্রতারনের মামলায় প্রস্তুতি চলছে।মামলা শেষে তাদেরকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হবে।