বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে পল্লীবিদ্যুতের অব্যবস্থাপনা লোডশেডিং রোজার মধ্যে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে পরেছে বলে সকলের অভিযোগ।
রোজার সাথে পাল্লা দিয়ে নামাজ ইফতার সেহরির সময় বেছে বেছে লোডশেডিং দেয়া হচ্ছে বলে সবাই অভিযোগ করেন। কম্প্লিন রুমে কল করলে আজিবন ব্যস্ত শোনা যায়, ইন্জিনিয়ার, ডিজিএম কাউকে ফোন দিয়ে সাথেসাথে পাওয়াটা এখন স্বপ্নের ব্যপার। ০১৭৬৯৪০৭২৩৪ ডিজিএম, ০১৭১২২৯৪২৯৯ ইন্জিনিয়ার, ০১৭৬৯৪০০৯০৮ কমপ্লিন – এই নাম্বার গুলোতে ধুনট উপজেলার বিশেষ এক সরকারি কর্মচারীর উপস্থিতিতে প্রমান করার জন্য কল দিয়ে পাওয়া যায় নাই, তাই সেই সরকারি কর্মচারী বলেন ধুনট পল্লীবিদ্যুত এতোটুকু যাচ্ছেতাই হয়ে গেছে, উনি জানতেন না।
এব্যপারে ধুনট উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত এর সাথে সোমবার বিকালে কথা বলে জানা যায়, কয়েকদিনের বিদ্যুৎ এর অব্যবস্থাপনায় তিনিও অতিষ্ট। ডিজিএম এর সাথে কথা বলে দিকনির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার০৪/০৪/২২ তারিখে গোসাইবাড়ীর বিদ্যুৎ ব্যবস্থা দেখে অসন্তুষ্ট প্রকাশ করেন, এবং ডিজি এমকে দিকনির্দেশনা দেয়ার জন্য কল করে পাওয়া যায় নাই। পরিশেষে নির্বাহী অফিসার বললেন ডিজিএম এর সাথে বলবেন রোজার মধ্যে বিদ্যুৎ এর কোন সমস্যা না হয় – সেটা যেনো নিশ্চিত করেন।