বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা বাজারদরের সাথে সংগতি রেখে বেতন বৃদ্ধি কর্মী নিয়োগসহ ১১ দফা দাবিতে আন্দোলনে হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে নগরী একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন হরিজন অধিকার আদায় সংগঠন। তারা অভিযোগ করেন, বর্তমান বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু তাদের বেতন বাড়েনি। তারা বেতন বাড়ানোর দাবি করলে ২৪৫০টাকা বেতন বৃদ্ধি করা হয়। এই টাকা দিয়ে হয়। তারা নয় হাজার টাকা বেতন বৃদ্ধির দাবি জানান। তারা অবিলম্বে হামলার নির্দেশদাতাসহ হামলাকারীদের বিচার, আহতদের ক্ষতিপূরণ ও ন্যূনতম বেতন ৯ হাজার টাকা করাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এসময় রাজু বাসফোরসহ সংগঠনটি নেতৃবৃন্দ ও পরিচ্ছন্নতা কর্মী উপস্থিত ছিলেন। এদিকে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করে বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের কাছে সিটি কর্পোরেশন জিম্মি হয়ে পড়েছে।