বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর আলাইপুরে ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ সাজু (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় বাঘা থানাধীন আলাইপুর মাহাজনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ সাজু চারঘাট থানার শিবপুর গ্রামের মোঃ ইনতাজ আলীর ছেলে।
বুধবার রাতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, শনিবার (২৩ জুলাই) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, এর একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর মাহাজনপাড়া গ্রামে ১জন মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নিত স্থানে অভিযান চালিয়ে ১৮৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ মাদক কারবারি সাজুকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।