বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজার জেলা অটো মোবাইলস্ ওয়ার্কসব মেকানিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্র ২৬৩৬) এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টার দিকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ছাতা প্রতীকে মোহাম্মদ কিবরিয়া ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোলেমান আহমদ চেয়ার প্রতীক নিয়ে ১২৫ ভোট পেয়েছেন। কার্যকরী সভাপতি পদে রাধা কান্ত দাশ গোলাপ ফুল প্রতীকে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুহেল আহমদ কাঁঠাল প্রতীকে ১৩৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এনামুল হক মই প্রতীক নিয়ে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সুলেমান মিয়া বাঘ প্রতীক নিয়ে ১০৪ ভোট পান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাবেদ আহমদ হাঁস প্রতীক নিয়ে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অয়ন দেবনাথ অসীম বটগাছ প্রতীক নিয়ে ১২৮ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক মিয়া ডাব প্রতীক নিয়ে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেল আহমদ রিক্সা প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়েছেন। এছাড়া, দিনভর অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন জুড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।