সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (২৪ জুলাই) সোমবার সকাল ১০ টায় বারহাট্টা থানার আয়োজনে বারহাট্টা অডিটোরিয়ামে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, শাহ শিকলী সাদিক, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এস.এম মাজহারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ বারহাট্টা উপজেলা শাখার সভাপতি, খায়রুল কবীর খোকন, বাংলাদেশ আওয়ামীলীগ বারহাট্টা উপজেলা বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামীলীগ বারহাট্টা উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান, লুৎফর রহমান চঞ্চল, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বারহাট্টা উপজেলা শাখার সভাপতি ও কমিউনিটি পুলিশ বারহাট্টা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, দীপক কুমার সাহা সেন্টু, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান, শাহীনূর আক্তার শায়লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, বারহাট্টা উপজেলা শাখা, শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ ফেরদৌস আহমেদ বাবুল, প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আবুল খায়ের আকন্দ (টিটু), বাংলাদেশ নারী প্রগতি সংঘের ম্যানেজার, সুরজিত ভৌমিকসহ বারহাট্টার সকল শ্রেণী-পেশার মানুস।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের শত্রু, জাতির শত্রু। অপরাধের সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
এছাড়াও তিনি মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, ‘হ্যালো এসপি সেবা’, ‘লাইভ ব্লাড ব্যাংক বন্ধন’ ও ৯৯৯ এ কল দিয়ে জাতীয় জরুরী সেবা গ্রহণের সুবিধা চালু বয়েছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।