শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

অভয়নগরে কয়লার সাথে ছাই-বালু মিশিয়ে ক্রেতাদের সাথে অভিনব প্রতারণা আইনগত পদক্ষেপ নেই

Reading Time: 2 minutes

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
যশোরের অভয়নগর শিল্প শহর নওয়াপাড়ায় বর্তমান প্রাকৃতিক আমদানি কয়লার বড় মোকাম, এই মোকাম থেকে দেশের বিভিন্ন ইটভাটা মালিকরা ইট পোঁড়ানোর জন্য নওয়াপাড়া কয়লা ব্যবসায়ীদের নিকট থেকে কয়লা কিনে তাদের ভাটায় ব‍্যবহার করে। ফলে, ইট ভাটার মৌসুমে ব্যবসায় কয়লা খুবই গুরুত্বপূর্ণ, তাই নওয়াপাড়া কয়লা ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন স্থানে কয়লা ড্যাম্পিং করে রাখে। ওই কয়লা ব্যবসায়ীদের আড়ালে নওয়াপাড়ার কয়লা ব্যবসায়ীদের সুনাম ধ্বংস করতে একটি অসাধু সিন্ডিকেট সব সময় সক্রিয় থাকে। ফলে ক্ষতিগ্রস্থ হয় ইট ভাটা মালিকসহ নওয়াপাড়া বড় বড় কয়লা আমাদানি কারক প্রতিষ্ঠান গুলো। যে কারণে কয়লার সাথে ছাই-বালু মেশানো অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহন করা উচিৎ। কয়লার সাথে ছাই মিশিয়ে অবৈধ সিন্ডিকেটের কার্যক্রম বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশিত হলেও অজানা কোন কারণে তাদের চিহ্নিত করে নেওয়া হয়নি কোন আইনি পদক্ষেপ। যে কারনে তারা বহাল তবিয়তে ওইসব কয়লার সাথে ছাই মেশানো অবৈধ কারবার সক্রিয় ভাবে করে চলেছে। অন্যদিকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা যায় বিভিন্ন কয়লা ড্যাম্পিং এর আড়ালে ভালো কয়লার সাথে ছাই-বালু মিশিয়ে ড্যাম্পিং করে রাখা হচ্ছে। ফলে ওই সব কয়লা কিনে দেশের ইটভাটা মালিকরা যেমন ক্ষতিগ্রস্থ হবে তেমনই ভাবে ধ্বংস হয়ে যাবে নওয়াপাড়া কয়লা ব্যবসায়ীদের সুনাম। তথ্য অনুসন্ধানে আরো জানা গেছে, কয়লার সাথে ছাই-বালু মেশানো সিন্ডিকেট চক্র ইটভাটার ইট পোড়ানোর মৌসুমকে সামনে রেখে সক্রিয় ভাবে শুরু করে, কয়লার সাথে ছাই-বালু মেশানো কার্যক্রম। ওইসব কয়লার সাথে ছাই-বালু মেশানো চক্রের বিরুদ্ধে কথা বলারও ক্ষমতা কারো নেই, তাদের রয়েছে স্থানীয় ও রাজনৈতিক প্রভাব। যে কারনে ইটভাটা মালিকেরাও রয়েছে চরম বিপাকে। সুযোগ সন্ধানী অবৈধ পন্থায় কয়লার সাথে ছাই-বালু মেশানো চক্রের এহেন কর্মকান্ডের লাগামহীন ভাবে কয়লা ক্রয়কারীদের সাথে প্রতারণা ভয়ংকর রুপ নিচ্ছে। ফলে অচিরেই নওয়াপাড়ার বড় বড় কয়লা আমদানি কারকদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ইটভাটা মালিকরা ক্ষতিগ্রস্থ হয়ে মুখ ফিরিয়ে নেবে কয়লার বড় মোকাম নওয়াপাড়া থেকে। তাই কয়লা নিয়ে কারসাজি করা অবৈধ চক্রকে সনাক্ত করে কঠোর ভাবে তাদের লাগাম টেনে ধরা জরুরি। যে সব স্থানে বেশি কয়লার সাথে ছাই-বালু মিশানো হয়, তালতলা আকিজ মিলের সামনে, আলীপুর আলেয়া পাম্প সংলগ্ন, শংকরপাশা ফেরিঘাট এলাকা, ভাঙ্গাগেট সংলগ্নসহ উপজেলার একাধিক স্থানে ভালো কয়লার সাথে ছাই-বালু মিশিয়ে কয়লা ক্রেতাদের সাথে অভিনব প্রতারণা করছে একশ্রেণীর অবৈধ সিন্ডিকেট ও দালাল চক্র। কয়লা আমদানি কারকদের এই বিষয়টি নজরে রেখে প্রসাশনের সহযোগিতায় ওই সব অবৈধপন্থা অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে দাবি করেছেন সচেতন মহল। এবিষয়ে নওয়াপাড়া কয়লা মালিক সমিতির সভাপতি রবিন অধিকারী ব্যাচার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবু নওশাদ বলেন, কয়লার সাথে ছাই মেশানোর ব্যাপারে ইট ভাটা মালিক পক্ষ থেকে তেমন কোন অভিযোগ নেই, তাদের পক্ষ থেকে যদি কোন অভিযোগ আসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর এবিষয়ে আমার কাছে কোন তথ্য নেই, এমন তথ্য পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com