বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার সুজানগরে তেলের দোকানে আগুন আট দোকান ক্ষতিগ্রস্ত আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ জন র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান হিরোইনসহ ২জন গ্রেফতার নওগাঁয় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৪ বিএসটিআই পাবনার অভিযানে ২লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু কুমারখালীতে বাড়িতে ঢুকে ৪জনকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত মান্দায় সতীহাট বাজারের রাস্তার কাজ পরিদর্শন করলেন ইউএনও হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা তজুমদ্দিনে মাদকদ্রব্যসহ পাঁচজন আটক

অসহায় মানুষের কষ্ট লাঘব করা সরকারের দর্শন-বিমান প্রতিমন্ত্রী 

Reading Time: 2 minutes

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে শুক্রবার ৩১ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতায়) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী ফাউন্ডেশন   উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায‍্য কেন্দ্র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে প্রথমেই মহান স্বাধীনতার মাস ও অগ্নিঝড়া মার্চ এর কথা স্মরণ করে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মৃতিচারণ করেন। আরোও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ দুঃস্থ ও গরীব, অসহায় মানুষ বিভিন্ন ভাতা সহ সুযোগ সুবিধা পাচ্ছেন, কৃষির প্রতিটি ক্ষেত্রে সরকারের ভর্তুকি দিচ্ছে কৃষিতে আমরা খাদ্যে সয়ংসম্পূর্ন, ৭০ টি দেশে আজ দেশের সবজি যাচ্ছে, প্রতিবন্ধী, বিধবা বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাতার সরকার ১ লক্ষ কোটি টাকা বাজেট করেছে সরকার, অসহায় মানুষের কষ্ট লাগব করা সরকারের দর্শন বলে ব্যক্ত করেন। তিনি বিভিন্ন উন্নয়নের বিষয়গলো তুলে ধরেন, বর্তমান সরকারের নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এবং তিনি আরোও ব্যক্ত করেন বাঙালির প্রতিচ্ছবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মরত ইকবাল হোসেন খাঁন ও মিজানুর রহমান এর সঞ্চালনায় মাধবপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও সমাজ সেবা কর্তৃক আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম আতিক,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান সহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী সহ দলীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান ওসি আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ, কনসালট্যান্ট ফিজিওথেরাপি ডা:কাজী মোঃ জুনায়েদ আহমেদ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ও সাংবাদিক বৃন্দ।  এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ একটি করে হুইল চেয়ার ও ১০ টি স্মার্ট কেইন ও সমাজ সেবা কর্তৃক প্রকল্প গ্রামে ক্ষুদ্র ঝণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com