শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সাইমুম আনাম সাজিদ, ঢাকাঃ
সোমবার (১ আগস্ট) থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিগত কয়েকমাস ধরে বেড়েই চলেছে সয়াবিন তেলের দাম। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উর্ধ্বে চলে গেছে। ফলে বেড়েছে দারিদ্রতার আহাজারি, সৃষ্টি হচ্ছে নতুন নতুন সঙ্কট। তাছাড়া সিন্ডিকেটের কবলেও দাম বেড়েছে বলে জানায় বিশেষজ্ঞরা। টিসিবি সেই লক্ষ্যে সয়াবিন তেলের দাম কমিয়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম আগামী ১ আগস্ট থেকে শুরু হবে।