admin
- ১১ জুন, ২০২৩ / ৫৭ Time View
Reading Time: < 1 minute
নিয়ামত, ইবি কুষ্টিয়া :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে অগ্রণী ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদ কর্তৃক মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ব্যাংক কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে কুষ্টিয়া অঞ্চলের প্রধান শেখ বিন মোহাম্মদকে। কমিটির অন্য সদস্যরা হলেন, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক ও খুলনা সার্কেল অফিসের এসটিও আব্দুল হালিম। তদন্ত কমিটির প্রধান শেখ বিন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত কমিটি গঠন হয়েছে। গতকাল থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজও কাজ করেছে। আগামীকাল কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিবে। এরপর আমরা তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, অভিযুক্ত ব্যাংকার সোহেল মাহমুদের বিরুদ্ধে গত বুধবার শিক্ষককে মারধরের অভিযোগ উঠে। ফলে বিভিন্ন পত্রিকায় বিষয়টি নিয়ে নিউজ হলে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়। এছাড়া ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকান্ড ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে বৃহস্পতিবার রাতে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।