বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া,জামালপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলার আন্তঃ জেলা ডাকাত দলের প্রধান আঃ সাত্তার (৬২) ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সে কুলকান্দি ইউনিয়নের দূর্গম যমুনার চর জিগাতলা গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র।পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের এএসপি অজিত দাস ও অফিসার ইনচার্জ সুমন তালুকদারের নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ দেওয়ানগঞ্জ হাতিভাঙ্গা ইউনিয়নের ফুলছড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আঃ সাত্তারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি সহ বিভিন্ন থানায় সাতটি মামলার রয়েছে।জামালপুরে জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম জানান- ডাকাত দলের প্রধান আঃ সাত্তারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।উল্লেখ্য যে,সাত্তার ডাকাতের ভয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন থেকে আতংক বিরাজ করছিল।
আটকের পর থেকে চরাঞ্চল মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।