বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হাসর আলী,জামালপুরঃ
জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী লিপি।শনিবার(১২আগষ্ট)সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবে সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি।তিনি বক্তব্য বলেন,আমি দেশের জন্য,দলের জন্য এবং আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করতে ইচ্চুক সুদূর প্রবাস থেকে এসেছি।সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন প্রত্যাশা করেন।
এই সময় তিনি বলেন আমি ইসলামপুরের সম্ভ্রান্ত মোশাররফ পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টর কমান্ডার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম) ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত রাশেদ মোশাররফের ভাতিজি।এ সময় উপস্থিত ছিলেন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, সহ সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন, হোসেন শাহ ফকির, সম্মানিত সদস্য,এম শফিকুল ইসলাম ফারুক, এম কে দোলন বিশ্বাস, শহিদুল ইসলাম কাজল, লিয়াকত হোসেন লায়ন, শাহিদুর রহমান, আব্দুল মোতালেব, হাসর আলী,
সুমন খন্দকার, সুমন আরেফিন,এমদাদুল হক, ফিরোজ শাহসহ আরো অনেকে।