শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
Reading Time: 2 minutes
সংবাদাতা,ঈশ্বরদীঃ
পাবনার ঈশ্বরদীতে যেন সড়কে মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে, অনেকে আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। দুর্ঘটনায় মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় অঞ্চলে সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে। চার দিনের ব্যবধানে ঈশ^রদীতে তিনটি সড়ক দূর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে স্কুলছাত্র সহ মোট তিন জনের প্রাণহানি হয়।
সড়ক দুর্ঘটনা গুলো হলো গত শুক্রবার (১৪ জুলাই) জুম্মার নামায আদায় করতে মসজিদে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ঐ ব্যক্তি উপজেলার পাকশী ইউনিয়নের জিগাতলা এলাকার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল করিম। তিনি নির্মানাধিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান আব্দুল করিম জুম্মার নামায আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসার পথে পেছন থেকে একটি বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। গুরতর আহত অবস্থায় উদ্ধার করে আব্দুল করিম ও মোটর সাইকেল চালককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন। পরদিন শনিবার (১৫ জুলাই) উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত হলেন, রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর এলাকার মৃত নারায়ন চন্দ্র সরকাররে ছেলে শ্রী ভরত চন্দ্র সরকার। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। দুর্ঘটনায় আহত সবাইকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
অপর একটি দুর্ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সহি হোসেন (৮) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দরগা বাজার-দাশুড়িয়া সড়কের আথাইলশিমুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সহি ঐ ইউনিয়নের খয়ের বাড়িয়া গ্রামের মৃত ফুরকান ঢালীর ছেলে এবং আথাইল শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলো সহি। এ সময় দৌঁড়ে রাস্তা পার হতে গেলে দরগা বাজার থেকে দাশুড়িয়া অভিমুখে একটি অটোরিক্সার সাথে ধাক্কা লাগে তার। এসময় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়লে তার নিচে চাপা পড়ে সহি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ইজিবাইক চালক সহ কয়েকজন যাত্রী আহত হয়েছে।