বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট বাজার থেকে এই তিন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার রুস্তম আলীর পুত্র মাসুদ মিয়া (২২), নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়ের ধনীগাগলা গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩৪) ও নেওয়াশী ইউনিয়নের পনির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (৩৫)। উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।