সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
এইচএসসি-২০২৩ পরীক্ষার ফলাফল বিবেচনায় নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে ‘বারহাট্টা সরকারি কলেজ’ জেলায় প্রথম স্থান অর্জন করেছে। পাশের হার শতকরা (৯১.১১) যা নেত্রকোনা জেলার সেরা দশ কলেজের মধ্যে সর্বোচ্চ। কলেজ তথ্যসূত্রে জানাগেছে, এ বছর কলেজ থেকে মোট-৫০৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে মানবিক বিভাগ থেকে- ৪২০ জন, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে- ৩০ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে- ১১ জন পাস করেছে। পাসকৃতদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৮ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে- ৪৫ জন। বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) আব্দুল ওয়াদুদ ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, নেত্রকোনা জেলায় সর্বোচ্চ পাসের কৃতিত্ব অর্জন করেছে আমাদের কলেজ। তিনি আরও বলেন, এবার এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই ভাল ফলাফলের লক্ষ্য নির্ধারণ করে আমাদের সকল বিষয়ের শিক্ষকবৃন্দ নিরলসভাবে কাজ করেছেন। আমাদের কলেজে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয় যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।এইচএসসিতে নেত্রকোনা জেলার সেরা দশ কলেজের মধ্যে ফলাফলের দিক থেকে আমাদের কলেজ প্রথম স্থান অর্জন করায় সকল শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।