বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো. মোরসালিন ইসলাম,দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জ থানার আসামি গ্রেপ্তার ১ নং আসামি রাজু মিয়া ( ২৫) ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) জয়পুর ইউনিয়নের উত্তর – শাহবাজপুর ( কাতলমারী) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।রাজু মিয়া উত্তর – শাহবাজপুর মো. আজিজুল হকের ছেলে।১ নং আসামি রাজু মিয়া ভিকটিমের বোন জামাই হওয়ার সুবাদে তাহার সাথে সম্পর্কে গত ১৬.৭.২৩ তারিখে ভিকটিমের বাসায় আসিয়া বলে তার বোন শারীরিকভাবে অনেক অসুস্থ তাহার বাসায় যাইতে বলে। বাদী সরল বিশ্বাসে ১ নং আসামির মো. রাজু মিয়া তাহার বাড়িতে যাইতে রাজি হয়। অটোযোগে ১ নং আসামি রাজু মিয়া ২ং আসামি মো. রাসেল মিয়া একই গ্রামের মো. নুর ইসলামের ছেলে সহায়তা নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।পরে ২৫.৭.২৩ তারিখে ধর্ষিতা ওই কিশোরী মো. রাজু মিয়া ও রাসেল মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থনায় মামলা দায়ের করেন৷ মামলা নং ২৫।মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ- পরিদর্শক ( এসআই) মো.আহনাফ তাহমিদ পুলিশ বাহিনীর গৌরবগাথা ঐতিহ্য বুকে লালন করে। মানবিক আদর্শবান পুলিশ ও একান্তিক চেষ্টায় ধর্ষণ কারির তথ্য কালেক্ট করে সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষতা ও সাহসিকতার সহিত ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেন।মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।