admin
- ১৩ জুন, ২০২৩ / ১১০ Time View
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলা ধুনট শতবর্ষী গোসাঁইবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রধান তোরণদ্বার এর শুভ উদ্বোধন করা হয়েছে । সোমবার ১২জুন সকাল ১১ টার সময় এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের উদ্বোধন করা হয় । ধুনট এলজিআরডি এর ৩০০০০০(তিন লক্ষ ) টাকায় বরাদ্দকৃত তোরণদ্বার টির উদ্বোধন কালে ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ বাদশা’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন , প্রধান উপদেষ্টা আফজাল হোসেন তালুকদার , সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রাসেদ্দুজ্জামান উজ্জ্বল , সহ-সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন , সদস্য জহুরুল ইসলাম দুদু ,মোঃ আবুল কাশেম ,মোঃ গোলাম মোস্তফা ,শাহ মোঃ রফিকুল ইসলাম ,আব্দুল গাফফার সহ আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ । রাজ কন্সট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠান এর মাধ্যমে তোরণদ্বারটি সম্পন্ন করা হবে বলে সাধারণ সম্পাদক রাসেদ্দুজ্জামান উজ্জ্বল জানান ।তিনি আরোও বলেন গোসাঁই বাড়ি , গুয়াডহুরী ,চুনিয়াপাড়ার সকল মুসুল্লি সহ আশপাশের গ্রামের আগত মুসুল্লি নিয়ে প্রায় পাঁচ হাজার মুসুল্লি এক সাথে এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পারেন । উনিশ ফুট বাই বারো ফুট তোরণদ্বার টি উদ্বোধন করায় এলাকাবাসীর মধ্যে বেশ আনন্দ উদ্দীপনা দেখা যায় ।