রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সারাবাংলা ডেক্স:
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭০০ (সাতশত) গ্রাম আইস [যার আনুমানিক মূল্য ৩,৮০,০০,০০০/- (তিন কোটি আশি লক্ষ) টাকা] ও ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা এবং মাদক স্থানন্তর কাজে ব্যবহৃত ০১টি মাইক্রো বাস, ০২ টি মোবাইল সহ একজন মাদক কারবারী গ্রেফতার।
গত ২৫/০৪/২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯:০৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল আলম এর নেতৃত্বে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন কেকে পাড়াস্থ বাস স্ট্যান্ড এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ আলী (৪১), পিতা- মৃত ফজল আহমদ, সাং- মৌলভীপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এর ব্যবহৃত একটি মাইক্রো বাসের তেলের ট্যাংকিতে করে মাদক পাচার কালে ৭০০ (সাতশত) গ্রাম আইস [যার আনুমানিক মূল্য ৩,৮০,০০,০০০/- (তিন কোটি আশি লক্ষ) টাকা] ও ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা এবং মাদক স্থানন্তর কাজে ব্যবহৃত ০১টি মাইক্রো বাস, ০২ টি মোবাইল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।