শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে:
টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চ্যাটার্জির বাড়িতে E D আধিকারিকদের হানা .। হাওড়া জগাছার ধারসায় E D হানা, বুধবার সকালে আসেন টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চ্যাটার্জির বাড়িতে ED আধিকারিকরা, আয় সংক্রান্ত মামলায় জিজ্ঞাসা বাদের জন্য উপস্থিত তারা। টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চ্যাটার্জি রয়েছেন আপাতত জেলে, এদিন সকাল ED আধিকারিকরা রামেন্দু চ্যাটার্জির বাড়িতে তল্লাশি চালাচ্ছে, বাড়ির সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, চিটফান্ড কাণ্ডে এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা , হাওড়া জগাছাড় ধাসড়ায় রামেন্দু চ্যাটার্জির বাড়িতে এর আগে তদন্তকারী অফিসাররা এসেছিলেন। চিটফান্ড কাণ্ডে আয় বহির্ভূত বিষয়টি খতিয়ে দেখার জন্য, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই হানা। বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে তদন্তকারী অফিসাররা সংবাদমাধ্যমকে তেমন কিছু বলতে চাননি, এবং সকলের কাছে কোনো রকম মুখ খুললেন না।