রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৭ শে জুলাই বৃহস্পতিবার, বাংলাদেশ পঞ্চম চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা, আয়োজনে বাংলাদেশ উপ হাইকমিশনার ও আন্দালিব ইলিয়াস মহাশয় এর উদ্যোগে এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হবে, এবং তারই প্রস্তুতি চলছে পুরোদমে ডেকোরেটরের লোক থেকে শুরু করে অন্যান্য সহযোগীরা কাজে ব্যস্ত। চলছে ব্যানার লাগানোর কাজ পোস্টার লাগানোর কাজ, আগামীকাল এই উপলক্ষে প্রেসক্লাবে, একটি প্রেস মিটের আয়োজন করেন, উপস্থিত থাকবেন তথ্য সম্প্রচার বিভাগের মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ ও উপ-হাইকমিশনার কলকাতা আন্দালিব ইলিয়াস সহ অন্যান্যরা , এই উৎসব চলবে তিনদিন ধরে নন্দন ১, নন্দন দুই ও নন্দন তিনে, ২৯ শে জুলাই থেকে 31 শে ,জুলাই, দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত, বেশ কিছু ডিরেক্টার ও প্রযোজকের ছবি এই চলচ্চিত্র প্রদর্শনীতে দেখানো হবে।
তাই আজ নন্দন চত্তর সেজে উঠেছে বিভিন্ন ব্যানারে পোস্টারে এবং ছবিতে, সারাদিন বৃষ্টি হলেও, ডেকোরেটরদের ব্যস্ততা চোখে দেখা যায়, চলছে কোথাও ব্যানার লাগানোর কাজ ব্যানার তৈরির কাজ এবং চতুর্দিকে পোস্টার ঝুলানোর কাজ।
আজ থেকে ই সিনেমা প্রেমীদের আনাগোনা, একদিকে চলছে যেমন উত্তম কুমারের অভিনীত বেশ কিছু ছবি নন্দনে তেমনি আগামীকাল শুরু হবে আরও একটি চলচ্চিত্র উৎসব পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।আর এই কদিন নন্দন চত্বরে দেখা যাবে ,বিভিন্ন চিত্রপরিচালক, প্রযোজক, ডিরেক্টর এবং শিল্পীদের,ও অভিনেতা অভিনেত্রীদের।