বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

কলেজছাত্র হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চা ল্যকর কলেজছাত্র রাজ্জাক হত্যা মামলায় ৮ বছর আত্মগোপনে থাকা অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাজু আহম্মেদকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ এর জামালপুর ক্যাম্পের সদস্যরা। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর দুপুরে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব সুত্র জানায়, নিহত আব্দুর রাজ্জাক (২০) একজন কলেজ পড়ুয়াছাত্র সে শেরপুর জেলার সদর উপজেলার যোগনীমুড়া গ্রামের সোহরাব আলীর ছোট ছেলে। বিগত ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী সকালে রাজ্জাক ও তার সহপাঠিরা মিলে নালিতাবাড়ী উপজেলার বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্কে বেড়াতে যান। একইদিন বিকেলে দূর্বৃত্তরা মিলে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই এর উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত আক্রমন করে ভিকটিম আব্দুর রাজ্জাকের বুকে ও পেটে ধরালো চাকু দিয়ে আঘাত করে। আঘাতের ফলে ভিকটিম রাজ্জাক ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে অন্যান্য সহপাঠিরা ডাকচিৎকার করলে আসামীরা পালিয়ে যায়। এসময় তাদের ডাকচিৎকারে ঘটনাস্থলে স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে প্রেরণ করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন ভিকটিমের বাবা ও থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে মৃত অবস্থায় পেয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়না তদন্তের জন্য ভিকটেমের লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৮ সালের ১ এপ্রিল তারিখে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আসামী সাজু আহম্মেদ ওরফে খোকনকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। একইসাথে অনাদায়ে আরো ৪ মাসের সশ্রম কারাদন্ডে
দন্ডিত করেন।ঘটনার পর থেকেই আসামী সাজু আহম্মেদ ৮ বছর দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিল। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে র‍্যাব— ১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল
রোববার সকালে গাজীপুর জেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। পরে
আসামী সাজু আহম্মেদকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com