বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপি’র মধ্য রাজিব চেংমারী গ্রামের গোলজার রহমানের ছেলে সুমন (১৪) গত কাল বুধুবার (২১জুলাই) রাত ৮ টায় বাড়ি থেকে কিশোরগঞ্জ বাজারের উদ্দেশ্য বের হয়ে যায়।পরবর্তীতে সে আর বাড়ি ফিরে আসেনি।গতকাল রাত থেকে পরিবারের লোকজন নিকটাত্মীয় বাড়িসহ অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাননি।হারানো সুমনের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলকার,পরনে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল গেঞ্জি পরিহিত ছিল। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করা হয়েছে। যার নম্বর -১১৬৭. কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা বাবা গোলজার রহমানের মুঠোফোন নম্বর ০১৯৮৯৭৩৮৯০২ যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিশেষ প্রয়োজনে বাংলার গণজাগরণ-২৪ নিউজ পোর্টালের মিজানুর রহমান- ০১৭১৯৪২২৩৭৫, আনোয়ার হোসেন-০১৭৬৪৭১৫০৮৫ মুঠোফোনে যোগাযোগ করতে পারেন।