বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মাহমুদ উদ্দিন, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে সরকারী কলেজ হইতে বহিরাগত ০২ জন বখাটে যুবক আটক। আজ বুধবার (১০ আগস্ট) সকাল ১১.০৫ ঘটিকায় কুলাউড়া সরকারী কলেজের ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত ০২ জন বখাটে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করিয়া কলেজের প্রিন্সিপাল জনাব আব্দুল হান্নানসহ কলেজের অন্যান্য শিক্ষকদের সহিত খারাপ আচরন করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। এই সময় কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হান্নান বিষয়টি কুলাউড়া থানা সংবাদ দিলে সঙ্গে সঙ্গে এসআই(নিরস্ত্র)/মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সহ কুলাউড়া সরকারী কলেজের ক্যাম্পাসে উপস্থিত হয় এই বখাটে ছেলেদের কে আটক করেন, তাদের নাম ১. ইমন আহমদ(২০), পিতা-আলা উদ্দিন আলাই মিয়া, মাতা-রুবি বেগম, সাং-দক্ষিণ রেল কলোনী, ২. তৌফিকুর রহমান(১৮), পিতা-মর্তুজ আলী, মাতা-তেরাবুন নেছা, সাং-জয়পাশা, উভয় কুলাউড়া পৌরসভা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে জানান কুলাউড়া থানা পলিশ ।