রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
সিপিসি-১ (কুষ্টিয়া), র্যাব-১২ এর অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায় কিশোর হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল (৩৩) গ্রেফতার। গত ১৩ এপ্রিল ২০১২ তারিখ সকালে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পান্টি গ্রামে আব্দুল্লাহ আল মঞ্জু (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জেরে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতদের পিতা বাদী হয়ে কুষ্টিয়ার কুমারখালি থানায় গ্রেফতারকৃত রুবেল সহ ৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে, যার সেশন মামলা নং-০১/২০১৬, কুমারখালি জিআর মামলা নং-৭৪/২০১২, তারিখ ১৩ এপ্রিল ২০১২, ধারা ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৪২/৩০২/১১৪/৫০৬, পেনাল কোড-১৮৬০। উক্ত মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ১৯ জানুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক ০৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/-টাকা জরিমানা করে রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত ০৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত আসামি রুবেল রায় ঘোষণার পূর্ব মুহুর্তে আদালত থেকে পালিয়ে যায়। পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২ এর অভিযানে গত রাত ১১.০০ ঘটিকায় কুমারখালি উপজেলার পান্টি গ্রাম হতে উক্ত হত্যা মামলার ২নং পলাতক আসামি রুবেল (৩৩), পিতা-মোঃ শাজাহান আলী বাদশা, সাং-পান্টি, থানা-কুমারখালি, জেলা-কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার