রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
সিপিসি-১ (কুষ্টিয়া), র্যাব-১২’র অভিযানে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কৃষক রেজাউল হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জল শেখ (৫১) গ্রেফতার।
গত ১১ জুন ২০০৭ তারিখ রাত আনুমানিক সাড়ে দশটার সময় কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মাঝগ্রামের রেজাউলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই গ্রামের উজ্জল শেখ ও তার অপর চার ভাই আব্দুল গফুর শেখ, জালাল উদ্দিন শেখ, সেজ্জাত প্রকাশ শেখ ও সুজন শেখ, সর্বপিতা-রহমত শেখ, সাং-মাঝগ্রাম, থানা-কুমারখালি, জেলা-কুষ্টিয়া। নিহত রেজাউল এর সাথে আসামিদের কৃষি মাঠে সেচযন্ত্র্র পরিচালনা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে উক্ত হত্যাকান্ড ঘটে বলে জানা যায়।
৩। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, তারিখ-১২/০৬/২০০৭, ধারা ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০, জিআর নং-১১৩/০৭। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৩১ অক্টোবর ২০২২ তারিখ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫,০০০/-টাকা জরিমানা করে রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই জন আসামি আব্দুল গফুর শেখ ও জালাল উদ্দিন শেখ আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন আসামি উজ্জল, সেজ্জাত ও সুজন মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিল। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
৪। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২’র অভিযানে গত রাত ১১.০০ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা হতে উক্ত হত্যা মামলার ১নং পলাতক আসামি উজ্জল শেখ (৫১), পিতা-মৃত রহমত শেখ, সাং-মাঝগ্রাম, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
৫। উক্ত হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে।
৬। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার।