রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেসবিজ্ঞপ্তি
শিরোনামঃকুষ্টিয়ায় র্যাবেরঅভিযানে ০১জন এজাহার নামীয় আসামি গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃর্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ৩০অক্টোবর ২০২২ তারিখ রাত ০৭:০০ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন নফর শাহপাড়া’’ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার মামলানং-৫০, তারিখ ২২সেপ্টেম্বর২০২২, ধারা- পেনাল কোড ১৮৬০এর ৩৭৯, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০এর১০ (সংশোধিত২০২০), পর্নো গ্রাফি নিয়ন্ত্রন আইন২০১২এর৮(১)/৮(২)/৮(৩) এর এজাহার নামীয় পলাতক আসামি মোঃজিপ্পু(২৮), পিতা-মোঃআব্দুল বারিক, সাং-আড়–য়াপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার, কুষ্টিয়া
মোবাইল-০১৭৭৭-৭১১২১১