শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Reading Time: 2 minutes

প্রেস বিজ্ঞপ্তিঃ
কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র সাথে কুষ্টিয়া
প্রেসক্লাব কেপিসি’র সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
মঙ্গলবার ১ সেপ্টেম্বর বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত
জেলা প্রশাসক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র প্রধান পৃষ্ঠপোষক এহেতেশাম
রেজা মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক
শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ, এনডিসি শাহেদ
আরমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরুপ মুহুরী।জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শোকের মাস আগস্টের প্রথম দিনে মতবিনিময় সভার শুরুতেই ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, গণমাধ্যম
সমাজের দর্পন। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।
পাশাপাশি ভিত্তিহীন, অসত্য ও গুজব এড়িয়ে চলাও গণমাধ্যমের দায়িত্ব।
স্থানিক গুজবের বিরুদ্ধে মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তির অপব্যবহারে মূল
ধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে বেরিয়ে আসতেও গণমাধ্যমকে
সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। আগামী দিনগুলোতে এই জেলার উন্নয়ন অগ্রগতিসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও গনমাধ্যম এক সাথে কাজ করবে।
এ সময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ কুষ্টিয়া
জেলা মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে অবদান রয়েছে। শহরের যানজট, সন্ত্রাস,
মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে কাজ করা হবে। আগামী
জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। প্রতিটি ভালো কাজে সবার
সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় বক্তব্য রাখেন , বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন,প্রচার সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, বিটিভি’র জেলা প্রতিনিধিতরিকুল ইসলাম, এশিয়ান টিভি’র প্রতিনিধি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী।এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সদস্য ইমরান হাসান পাপ্পু, হাফিজুর রহমান জীবন, জান্নাতুল ফেরদৌস, জাহিদুল হক ডন, জাহাঙ্গীর খান, সোহাগ আহমেদ, মিলন খন্দকার, সাইফ উদ্দিন আল আজাদ, আখতার উন নবী মনা, বকুল চৌধুরী, সেলিম রেজা বাচ্চু, সুমন মাহমুদ, ফিরোজ হোসেন, মনোয়ার হোসেন মারুফ, হুমায়ুন কবির, ওমর ফারুক, সামরুজ্জামান সামুন, মাহমুদুল হক বাদল,জালাল উদ্দীন খোকন, এইচ এম বেলাল, নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com