বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সাইদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জুন) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড মতবর পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। সাইদুল গাইবান্ধার ঘোড়াঘাট এলাকার মৃত জমির উদ্দিনের ছোট ছেলে। দীর্ঘদিন যাবৎ পরিবারের সাথে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো বলে জানা গেছে। স্থানীয় সূত্রো জানা যায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বড় ভাই সাইফুল ইসলাম তাকে ডাকতে গেলে গলায় গামছা দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে। বিধি মোতাবেক আইনি পদক্ষেপ চলমান রয়েছে।