শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পানিতে ডুবে নুসরাত জাহান(১৬) নামে এক কিশোরীর মৃত্যু ঘটেছে।
রবিবার(২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার বেলছড়ির গোমতী নদীতে ৫সহপাঠি গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নুসরাত জাহানহ ২জন নদীতে ডুবে যাওয়ায় সহপাঠীদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। একজনকে জীবিত উদ্ধার করলেও নুসরাত গভীর পানিতে তলিয়ে যায়।
নিহত নুসরাত জাহান ঢাকার মিরপুর ৪এর মোঃ কাউসার আলমের মেয়ে। সে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার জানান, সকালে নুসরাতসহ ৫সহপাঠী গোসল করতে নেমে ২জন গভীর পানিতে তলিয়ে যায়। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহানকে মৃত্যু ঘোষণা করেন।