admin
- ৭ মে, ২০২৩ / ৮০ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা সদরে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ মে) বিকেলে খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের শালবন মোহাম্মদপুর এলাকায় খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)- সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
জরিমানাকৃত ব্যাক্তি মো. নুরুল ইসলাম ৬নং পৌর ওয়ার্ডের শালবন এলাকার বাসিন্দা।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)- সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন জানান, ‘জরিমানাকৃত ব্যক্তি খাগড়াছড়ি পৌরসভার শালবাগান এলাকায় অবৈধভাবে পাহাড় কাটছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সেখানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় তাকে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।