admin
- ২৫ জানুয়ারী, ২০২৩ / ১০৫ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে উন্নতশীল রাষ্ট্রে পরিনত করাই এ সরকারের একমাত্র লক্ষ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা(জুয়েল), জেলা পরিষদের সাবেক সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অংসা মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমা, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা প্রমূখ।