শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের কমলছড়িতে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(২৩ জুলাই) দুপুরের দিকে জেলা সদরের কমলছড়ি এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটার পাশে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পুকুরে ভাসমান অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে। ৩/৪দিন আগে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা যাবে।