admin
- ১ এপ্রিল, ২০২৩ / ৮৭ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল গেইট মসজিদের অত্যাধুনিক অজুখানা ও শৌচাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৩১ মার্চ) আছর সালাত শেষে এডঃ ফিরুজুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল গেইট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ।
হাসপাতাল গেইট জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন মোল্লা মাসুদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, খুরশেদ আলম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, হাসপাতাল গেইট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোঃ শফিউল্ল্যা। জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ঠিকাদার এস অনন্ত বিকাশ ত্রিপুরা নামে বরাদ্দকৃত অজুখানাটি নির্মাণে আনুমানিক ৪৫লাখ টাকা ব্যয় হয়েছে। বক্তারা এমন মহতি কাজে অংশগ্রহনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় স্থানীয় মসজিদের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।