admin
- ১৪ অক্টোবর, ২০২২ / ১৩৭ Time View
Reading Time: < 1 minute
মোঃ ইকবাল হোসেন, কয়রা খুলনাঃ
খুলনার কয়রা উপজেলায় জমি দখল চেষ্টায় সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) ভোর ৪টায় আমাদী ইউনিয়নের হরিনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলা ১২৯নং হাতিয়ার ডাঙ্গা মৌজার এস.এ ১নং খতিয়ানে ৫০১নং দাগের ৩৩ শতক জমিতে হরি নগর গ্রামের ছবেদ আলী গাজীর পুত্র ইয়াছিন গাজী গংরা দীর্ঘদিন বসবাস করছে। কিন্তু শুক্রবার ভোরে মান্দার গাজীর নেতৃত্বে ছেলে সাইফুল্লাহ ইউনুচ, ইদ্রিস, সুকুর, আব্দুল্লাহ সরদার সহ ১৫ থেকে ২০ জন ইয়াছিন গাজীর জমিতে ঘর বাঁধার চেষ্টা করে। এসময় আগুন ধরিয়ে সব পুড়িয়ে দেয়ার চেষ্টাও করে দখলদারী গংরা। এতে ইয়াছিন গাজীরা বাঁধা দেয়ায় মান্দার গাজী গংরা ঝাপিয়ে পড়ে ইয়াছিন গংদের ওপর। তাদের হামলায় ইয়াছিন গাজী, আসলাম গাজী, সামাদ গাজী সহ মোট ৯ জন আহত হয়। আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ওই জমি নিয়ে কিছুদিন পূর্বেও মারামারির ঘটনা ঘটে। তাতে ইয়াছিন গাজী, মান্দার গাজী সহ ১৩ জনকে আসামী করে কয়রা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা হয়। মামলা নং- সি.আর ১৯৮/২২। এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মান্দার গংদের বাড়ীতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।