আইটেম সঙ গাওয়ার জন্য কয়েক মাস আগে নীতি পুলিশের আক্রমণে হেনস্তা হতে হয়েছিল সোদপুরের দুই মহিলা শিল্পীকে, এমন কি দুষ্কৃতীরা রডের বাড়ি দিয়ে তাদের মাথা ফাটিয়ে দেয়, এবার সেই শিল্পীরাই কাজ খোয়ালেন ,খোলামেলা পোশাক পড়ে অনলাইনে পোস্ট দেওয়ার জন্য, এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা সোদপুরের দুই মহিলা শিল্পী ও উঠতি মডেল শ্রী ভদ্র এবং সন্নতি মিত্র।…..। এরই প্রতিবাদে তারা নিউটাউনের রাস্তায় প্রতিবাদ মিছিল করেন, হাতে পোস্টার নিয়ে ,শ্রী ভদ্র জানান 2017 সালে মিস কলকাতা হয়েছিলেন, তারপর থেকে কয়েকটি অনলাইন সংস্থায় কাজ করছেন, তার বান্ধবী সন্নতি মিত্র ও এই সংস্থা তেই কাজ করছিলেন, গত শনিবার হঠাৎ করেই তারা যে অনলাইন বিজনেস অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেন, সেখান থেকে নোটিশ পাঠানো হয় এবং বরখাস্ত করা হয় কাজ থেকে…..। তাদের অপরাধ খোলামেলা পোশাক পড়ে একটি পোস্ট করা, তিনি বলেন বিনোদন জগতে থাকার জন্য তাদের প্রয়োজনমতো নানা ফ্যাশনেবল ও স্টাইলিস্ট পোশাক করতে হয়। তার জন্য অনেক সময় সমাজ ও আত্মীয় পরিজনের কাছ থেকেও নানা কটুক্তি শুনতে হয়।….। অথচ সেই মানুষগুলোকেই দেখা গেছে টিভিতে বা সিনেমা হলে খোলামেলা আইটেম সং দেখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে….। তিনি বলেন বসে অনেক কেঁদেছি, আর নিজেদের মনকে বুঝিয়েছি, ধনী তারকা বা তারকা পুত্র কন্যাদের পোশাক নিয়ে মানুষের আপত্তি নাই, অথচ তাদের মত স্টাগেলিং আর্টিস্টরা কিছু করলে আপত্তি, সন্নতি মিত্র জানান, যেই অনলাইনে সংস্থাগুলি তাদের নোটিশ পাঠিয়েছে ,সেই সংস্থাগুলি উড়তি জাবেদ বা রণবীর সিংহ র ছবিতে কখনোই কোনো আপত্তি খুঁজে পান না, তারা অপ্রতিষ্ঠীত স্টাগেলিং শিল্পী ,তাই তাদের রুটি রুজি ছিনিয়ে নেওয়া অনেক সহজ, তিনি বলেন আমরা কখনো এভাবে আটকে থাকবো না, তাই ২০২৩ সালে দাঁড়িয়েও এই বৈষম্যের বিরুদ্ধে তাদের লড়াই চলবে।