বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ বাহার,ফুলপুর ময়মনসিংহ:
গত ১১/০৬/২০২২ ইং তারিখ রাত্র অনুমান ৮ ঘটিকার সময় ।ফুলপুর থানাধীন আমুয়াকান্দা বাজারের জনৈক রফিক এর ভাড়াটিয়া বাসায় ভিকটিম লিপি আক্তার (২৩) নামে এক মহিলা কে তিন বকাটে মিলে গনধর্ষন করেছে,।জানা গেছে ধর্ষিতা লিপি আক্তারের এনআইডি নং ৬০০৭৭৮১৬৪১,পিতা: আব্দুর রাজ্জাক, মাতা: মনোয়ারা খাতুন গ্রাম মাটিচাপুর, থানা: ফুলপুর, জেলা: ময়মনসিংহ।
বিবাদী ১। মাসুদ রানা মাসুদ মিয়া (৩০), পিতাঃ রজব আলী গ্রাম দিউ ফুলপুর পৌরসভা ৮নং ওয়ার্ড, থানাঃ ফুলপুর, জেলা: ময়মনসিংহ এর সহিত ভিকটিমের অনুমান ৩ বছর পূর্বে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ হয়েছিলো। তাদের বিবাহের পর তাহারা স্বামী-স্ত্রী হিসাবে ঘর সংসার করা অবস্থায় তাহাদের এক ছেলে সন্তান হয় এবং ছেলের নাম তাওহীদ হাসান মানিক যাহার বয়স ২ বছর ৬ মাস।
বিবাদী অনুমান ১ বছর পূর্বে ভিকটিমকে মারধর করিয়া ছেলে সন্তানটি রাখিয়া ভিকটিমকে তালাক প্রদান করে। ভিকটিম ঢাকায় বিভিন্ন লোকের বাসায় কাজ করিয়া ছেলের জন্য বিবাদীকে প্রতি মাসে ৫,০০০ টাকা প্রদান করে থাকে। বিবাদী লোক মারফত ভিকটিমকে সংবাদ দেয় তাহার ছেলে সন্তান অসুস্থ্য। উক্ত সংবাদ পাইয়া ভিকটিম ১১ জুন রাত্রী অনুমান ৭টা ৫০ মিনিটের সময় ঢাকা হইতে বিবাদী মাসুদ এর বাড়িতে আসে। বিবাদী ভিকটিমকে তাহার ছেলে সন্তানকে না দেখাইয়া ভিকটিমকে উক্ত তারিখ রাত্র অনুমান ৮ঘটিকার সময় আমুয়াকান্দা বাজারের জনৈক রফিক এর ভাড়াটিয়া বাসায় নিয়া আসামী মাসুদ রানা ও মাসুদ মিয়া সহ আরো অজ্ঞাতনামা ৩জন মিলিয়া ভিকটিমকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে।
অতঃপর আসামীরা একই রাত শেষে ভোর অনুমান ৫টার সময় রফিকের ভাড়াটিয়া বাসায় ভিকটিমকে রাখিয়া চলিয়া যায়। উক্ত বিষয়ে ভিকটিম বাদী হইয়া অভিযোগ দায়ের করেন ফুলপুর থানায়।
ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন মহোদয় জানান মামলা নং-১২, তারিখ-১৬/০৬/২০২২ খ্রিঃ, ধারা-২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৯(৩) ধারা মামলা রুজু করা হয়। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
ভিকটিম লিপি আক্তার (২৩), পিতা: আব্দুর রাজ্জাক, মাতা: মনোয়ারা খাতুন গ্রাম মাটিচাপুর,থানা ফুলপুর, জেলাঃ ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামী ১। মাসুদ রানা (২৫), পিতা-রজব আলী, মাতা-হালিমা খাতুন, গ্রামঃদিউ, ২। মোঃ জজ মিয়া (৩৭), পিতা-মিরাজ আলী, মাতা আমিনা খাতুন, গ্রাম কাড়াহা, ৩। মোঃ আমিনুল ইসলাম (৩২), পিতা-মোঃ রহিছ উদ্দিন, মাতা-আমিনা খাতুন, গ্রাম জাগির কাজিয়াকান্দা, সর্ব থানা-ফুলপুর জেলা-ময়মনসিংহ।