বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার (৩০ আগস্ট) বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।জেলা শ্রমিকলীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, পৌর মেয়র মতলুবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, শ্রমিক নেতা মো. আব্দুল করিম, আহসান হাবীব রিজু, হায়দার আলী, আনিছুর রহমান, আব্দুল্লাহ আল রশীদ প্রমুখ।শোক সভায় ৭৫’র ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শাহাদাৎ বরণ কারিদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।