শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার বেসরকারি সংগঠন বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে রোববার গবাদি প্রাণির স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা, কিবরিয়া পেট্রোল পাম্প বালাসী, সোনালী মৎস্য প্রকল্প ও পল্লী ডেইরী ফার্মের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উপায়, রবি আজিয়াটা লি: বেস্ট কেয়ার (বিডি) ও বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শহরের পুরাতন টিএন্ডটি অফিস চত্বরে বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রুহুল আমিন খন্দকার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হক, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, পৌর কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বেস্ট কেয়ার এগ্রো (বিডি’র) চেয়ারম্যান মো. মশিউর রহমান, গোলাম কিবরিয়া সবুজ প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন শিরিন আকতার।
প্রধান অতিথি হুইপ বলেন, বিকশিত পল্লী উন্নয়ন সংস্থা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকারি কার্যক্রমের সাথে মিল রেখে কাজ করায় অনেক এগিয়ে যাবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আওয়ামীলীগ সরকারের আমলে দেশ এখন এগিয়ে গেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সূচনা হবে।