বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
দুর্নীতি-লুটপাট বন্ধ করে গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ লোডশেডিং বন্ধের দাবীতে সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা মঙ্গলবার (১ আগস্ট) শহরের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গণফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রনব চৌধুরী খোকন, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদের জেলা সভাপতি গোলাম রব্বানী, কৃষক-শ্রমিক জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, বাসদ মার্কসবাদীর জেলা সদস্য সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্ল্যাহ খোকন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাড. আশরাফ আলী, নারী নেত্রী অধ্যাপক রোকেয়া খাতুন, নিলুফার ইয়াসমীন শিল্পী, কৃষক নেতা কামরুল ইসলাম, পরিতোষ কুমার, জুয়েল মিয়া প্রমুখ।বক্তারা বিদ্যুৎ খাতে অনিয়ম-ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এবং বিদ্যুতের লোডশেডিং, লো-ভোল্ডেজসহ গ্রাহক হয়রানির প্রতিবাদে তীব্র আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।