মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো.ইমরান হোসেন, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে দুই দিনে এক তরুণ নব – দম্পত্তি সহ চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার সেওড়াতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন। অপর একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন, সফিউদ্দিন খন্দকার (১৯) ঢাকার আশুলিয়া থানার গোয়ালবাড়ী গ্রামের মো. নুরুল ইসলাম(২৬) খন্দকারের পুত্র, রায়হান খন্দকার (২২) মো. নূরুল আমিন খন্দকারের পুত্র ও আহত যুবক বিল্লাল হোসেন (২৭) মো. আকবর আলীর পুত্র। তিনজন যুবক একই এলাকার। জানাযায়, সোমবার বিকেলে তিন বন্ধু মিলে গোয়ালবাড়ী থেকে মোটরসাইকেল যোগে কালিয়াকৈর আসার পথে সেওড়াতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত যুবককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে রোববার (১৪ এপ্রিল) রাত এগারো টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সদ্য বিবাহিত তরুণ দম্পত্তি নিহত হয়েছে। নিহতরা হলেন, আশিফ হোসেন ( ২৬) উপজেলার সেওড়াতলী গ্রমের মো. মোজাম্মেল হকের পুত্র ও পুত্রবধূ তানজিমা আক্তার (২১) জানাযায়, তরুণ দম্পত্তি স্বামী ও স্ত্রী মোটরসাইকেল যোগে রোববার বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় নিকট আত্মীর বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। বাড়ী ফেরার পথে রাত এগারো টায় ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় পারাপারের সময় টাঙ্গাইলগামী মাহী স্পেশাল পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ওই দম্পত্তিকে গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় যাত্রীবাহী বাস জব্দ করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।