রাকিব মাহমুদ ডাবলু, গাবতলী, বগুড়া :
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট প্রার্থনা করে জনসংযোগ করেছেন বগুড়া কমার্স কলেজের সাবেক ভিপি ও জিএস, গাবতলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী। শনিবার সকালে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বেগম খালেদা জিয়া ও বিএনপির পক্ষে সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন। গনসংযোগের সময় ইউসুফ আলী বলেন, “দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের পুনরুদ্ধার চায়। বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাই সকলকে আহ্বান জানাচ্ছি—আপনারা বিএনপি চেয়ারপার্সন এর জন্য দোঁয়া করবেন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিন।” এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।