বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অবৈধভাবে করাতকল পরিচালনায় বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় ৩টি করাতকলের মালিককে ৫হাজার টাকা করে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার(২৫ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় বন বিভাগের কর্মকর্তা মহসিন তালুকদার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাজীব চৌধুরী বলেন, অবৈধ করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।