শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় কামারদহ ইউনিয়ন পরিষদের সদস্য বাবুর ছেলে নাজমুল হাসান (১৯) মোটরসাইকেল দুঘর্টনায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২০) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, নাজমুল হাসান মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করার সময় ট্রাকের সাথে মোটরসাইলটির সংঘর্ষ হয় । এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাজমুল গুরুতর আহত হয়। তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা শিকার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।